Thursday, 11 December 2014

(19) Under Construction

বিষাক্ত ধোঁয়া, ফুসফুসে নিক্ষিপ্ত
চোখের মনিতে প্রতিক্রিয়ার রক্ত ।
টেবিল-ল্যাম্পের,  মায়াবী অালোতে
হিজিবিজি কাটা ডাইরির পাতাতে ।

সারা ঘর জুড়ে,
ছাই - পাঁশ পড়ে,
যেন করি বাস,
আস্ত অ্যাশট্রে -তে ।

কালো রাত মেখে,
অল্প অাছি বেঁচে,
কন্ঠ রোধ করে,
কলম দিয়ে বলে ।

চার'শো কেমিক্যাল,  করে অামায় নিয়ে দ্বন্দ্ব
অনাবিষ্কৃত হাজার খানেক,  বিজ্ঞান-ও অন্ধ ।
জীবন ছন্দে বাঁধা,  হৃৎপিণ্ড শাসিত
ভালোলাগা, ভালোবাসা সব মস্তিষ্ক প্রসূত ।

(18) Saturated ভালোলাগা

কেলাসিত ভালোলাগা, জমতে থাকে চামড়ার গভীরে,
শয়তানের চক্রান্তে অামি অাজ সম্পৃক্ত....।
তোমার রূপের ছটায় সূর্য্য ভুলেছি,
অার চোখের তারায় সমুদ্র,
চুলের ডোগায় হোঁচট্ খেয়ে  সোজা...
.... সোজ্জা ঠোঁটে  নিমজ্জিত।
প্রতিরাতে সর্বনেশে মারনখেলায় মেতেছি,
তুমি গ্রেফতার করতে পারনি অামায়...।
তোমার অস্বীকার থেকে শিক্ষা নিয়েছি,
তোমায় ভুলিয়ে রাখার মহামন্ত্র....।
অামার দেওয়াল ভরা তোমার কথা ,
অামি চুরি করিনি,
পান্ডুলিপি ডাস্টবিনে আশ্রিত....।
ছ'টা তারে, রাখছি বেঁধে,
তোমার অভিমান,
প্রতি রাতের ক্ষত ।
প্রেম চায়..... মন চায়....... হোক্
               নিপাতনে  - সন্ধি ,
ভালোবাসা হয়  নাকি,  হলে
            ভালোলাগা সম্পৃক্ত ।

Wednesday, 22 October 2014

(17) অাসবে তবু বাসবে না


তোমার পায়ের শব্দে ঘুম ভাঙবে আমার,
উঠে বসব..... চোখ কচলাতে কচলাতে
দেখবো..... জানালার বাইরে পড়ে এক নতুন দিন
আলতো করে ভেজানো থাকবে দরজা,
চারিদিক নিস্তব্ধ, শুধু কানে আসবে একটা টুপ্-টাপ্ আওয়াজ
বন্ধ শাওয়ার থেকে ফোঁটা ফোঁটা জল পড়ার শব্দ,
ঘরময় বিরাজ করবে ,
বহুপরিচিত নাম না জানা এক পারফিউমের মায়াবী মিষ্টতা,
চোখ বন্ধ করে এক দীর্ঘ শ্বাস নেবো আমি
ঘ্রাণশক্তি দিয়ে চিনে নিতে চাইব তোমায়
তারপর হঠাৎ -ই উন্মত্তের মতো,
তন্ন তন্ন করে গোটা ঘর খুঁজে বেড়াবো
শূন্য হাতে ক্লান্ত শেষে , বসে ভাববো কিছুক্ষণ
তারপর মনে মনে বলব
আমি জানি তুমি আসবে ,,
                       আসবে ,
                        তবু বাসবে না ।

Saturday, 2 August 2014

(16) প্রশ্নচিহ্ন , অন্যচিহ্ন

ভাবুন.. .  .   . প্লিজ্ একটু ভাবুন.. .  .   .
কচি কথা কেন বুড়িয়ে গেলেই আগুন ?
জামার হাতায় আর কলারের ভাঁজে কেন ময়লারা করে অবরোধ ?
কথা দিয়ে মাথা দিয়েছি তবু কেন রাখতে পারিনি অনুরোধ ?
বাক্সবন্দী ফন্দি গুলো কেন মাথা চাড়া দিয়ে ওঠে রোজ ?
দিনের আলোতে হারিয়েছে যা, কেন মেলেনি তার কোন খোঁজ ?
প্লিজ্ দেখুন.. .  .   . চোখ মেলে চেয়ে দেখুন.. .  .   .
অন্ধকারের বন্ধ গলিতে একটু উঁকি মেরে দেখুন
পথচলতি মানুষের ভিঁড়ে দুচোখ দিয়েছে ফাঁকি ,
কালো ক্যানভাসে রং তুলি দিয়ে খালি শুন্যতা আঁকি ।
রাস্তার কতো সস্তা হোটেলে আজ মানুষ হচ্ছে বিক্রি ,
পকেট ভরার লড়াইয়েতে তাই হচ্ছে জারি ডিক্রি ।
আর অবশেষে ,
                      মাখুন .. .  .   .
নিজেই নিজেকে লুকোতে রং মাখুন । 

(15) কেউ বারণ করে না বলে

চামড়ার গভীর ক্ষতের মধ্যে লুকিয়ে রেখেছি তোকে
অনেক বছর কেটে গিয়েছ, তবু কেটে যাওয়ার চিহ্ন গিয়েছ রয়ে
আমি মুছে যেতে দিইনি তাকে, তোকে, তোর স্পর্শ আর ভালোবাসাকে ।
আজও চোখ বন্ধ করে কান পাতলেই শুনতে পাই, শ্রাবণের সেই অদ্ভুত মায়াবী সুর, শব্দগুলো গিয়েছে হারিয়ে ।
সাথে সাথেই চোখের সামনে ভেসে ওঠে একটা দৃশ্য, একগুচ্ছ ছবি, কিছু মুখ ।
বছরের পর বছর, তারও পরে আরও একটা বছর কেটে গিয়েছ ,
তোর জন্য লাগানো স্পেশাল রিং-টোন্ টা একবারের জন্যও বেজে ওঠেনি ,
তবু আজও কালক্রমে ফোন্ টা যদি এক ঘন্টা সুইচড্ অফ্ থাকে ,
তাহলে মনে হয় ,
যেন, এই বুঝি তোর কল্ টা মিস্ করে ফেললাম
আজকাল আর বড় চুল রাখিনা ,
মদ্ খেতেও ভালো লাগেনা আর ,
         কেউ বারণ করেনা বলে । 

(14) তৃষ্ণা

মাটির কলসি হাতড়ে দেখি একফোঁটাও জল নেই ,
বড্ড তেষ্টা পেয়েছে আমার.. .  .
টাইম কল্ টাও আবার বড্ড বেশি সময়সচেতন ।
আমি তোর মত ভাবতে পারিনি ,
তোর মত হতেও পারিনি ,
আমি 'তুই' নই বলে ,
তোর মত নই বলে  ।
তাতে কি.. .  .   .  ?
আমি তো তাল গাছেও চড়তে পারিনা ,
ডালপালা নেই বলে ।
বাবুই এর তো আবার তালগাছ ই প্রিয় ,
কিন্তু আমি বাবুই হতে পারলাম কৈ ?
যাইহোক, এ সবই আমার আত্মপক্ষ সমর্থনের বৃথা চেষ্টা ,
আসল কথা হল ,
বড্ড তেষ্টা পেয়েছে আমার.. .  .
তিনশ মাইল পায়ে হেঁটে বাড়ি ফিরলাম আজ ,
কেউ ভাবতে পারেনি ফিরব বলে ,
একফোঁটাও জল রাখেনি কেউ আমার ঘরে ,
হাঁপিয়ে উঠেছি আমি, গলা শুকিয়ে গেছে অনেকক্ষণ,
         তৃষ্ণা.. .  .
                 শুধুই তৃষ্ণা.. .  .   .

(13) অন্যরূপ

কলমের কালি করে অক্ষরের রূপ দিয়েছি তোকে ,
লিখে ফেলেছি তোকে, বন্দী করেছি তোকে, ডাইরির পাতাতে ।
নিজের পছন্দের অক্ষরের সাথে জুটি বেঁধেছিস তুই ,
গড়ো তুলেছিস শব্দ, আর বাক্য
ঢেকে ফেলেছিস সাদা পাতা ।
কিছু মনে করিসনা তুই ,
হয়তো বা একটু বাঁকা-ট্যাঁরা বানিয়ে ফেলেছি তোকে ,
ক্ষমা করিস আমায় ,
তোর অপরূপ রূপ আমি ফুটিয়ে তুলতে পারিনি
যথার্থই,  আমি শিল্পী নই বটে
কাঁচা হাত,  কাঁচা কাজ
তাও আবার কেঁপে উঠেছে সময়ে সময়ে ।
হয়তো এই রূপে তোকে কেউ চিনতে পারবে না,
হয়তো তুইও না ,
কিন্তু আমি ঠিক পারব -
            কারণ আমিই যে রূপকার ।  

(12) প্রলাপ

মন শুধু মন
জানে যেই জন্ ,
শোন তোরা শোন
কান খুলে শোন ,
নীল শুধু নীল
আজ আকাশটা বড়ো নীল ,
নেই মেঘ নেই বৃষ্টি
তাই থমকে রয়েছে সৃষ্টি ,
জানি আমি জানি
তোমার সব ইশারার মানে আমি জানি ,
তবু, জেনে বা না জেনে
ভুল করেছি অজ্ঞানে ,
সময় আর অসময়
গুলিয়ে গেছে অনেক সময় ,
রাত পেরিয়ে অন্য রাত
পড়ছে মনে তোমার হাত ,
নেই কোনো কারণ
তবু বাঁধ মানেনা বারণ ,
প্রতিনিয়তই হারছি নিজে
আর হারাচ্ছিও নিজেকেই ,
বিষ্ ভরা নিশ্বাস
চূর্ণ হচ্ছে বিশ্বাস ,
তবু প্রতি রাতে
অতি সর্ন্তপণে
তোমার মন উঁুকি দেয়
আমার অন্তর ধামে ,
ভাবি মনে আজি
হৃদয় রেখেছি বাজি ,
যদি হয় জিত্ আমার
এ হৃদয় হবে তোমার ,
আর যদি হয় হার
তবুও এ হৃদয় থাকবে তোমার ।

(11) Co-Ordinate এ আমরা (২ ইঞ্চির কবিতা)

মি  (2,3)
আর তোমার  locus x² -4(x+y)+16=0

(10) দুটি চোখ, গরাদের ওপাশে

জানালার গরাদ ধরে দাঁড়িয়ে দুটি হাত ,
তবু চোখ চলে যায় সুদূর সীমা পার ,
খুঁজে ঘেঁটে দেখা অলিগলি, ঝোপঝাড়, পুকুরের পাড়
কোথাও কি লেগে তোমার গন্ধ আমার ত্রিসীমানা পার ?
অনেক খুঁজে, ক্লান্ত শেষে, প্রশ্ন জাগে মনে ,
পাল্টে নিয়েছো নাকি নিজের গন্ধটাকে ?
কোন বহুমূল্য সুগন্ধির দৌলতে এত স্পর্ধা তোমার ,
নিজেকে ভুলে রং মেখেছো, মুখ ঢেকেছো কার?
নখের কোনে ময়লা জমেছে, মনেও জমেছে অনেক
সম্পৃক্ত হতে অনেক দেরি, সময় রয়েছে ঢের ।
নষ্ট করেছো অনেক আলো, অাঁধার জলে নামি ,
সূর্য্যের কাছে ঝণ করেছি, উপহার দিতে দামি ।
অন্ধকারে বন্ধ ঘরে তোমায় নিয়ে খেলা ,
রইবে মনে চিরহরিৎ
যেন, অন্তরিত তামার তারে সঞ্চারিত তড়িৎ।

Monday, 28 July 2014

(9) কিছু স্মৃতি, কিছু কথা

একটা দিন, একটা মেঘ, একটা ঝড়ো হাওয়া
আরেকটা বিষাদ দিন, বিবর্ণ এক বিকেল, আরও কিছু চাওয়া
চাওয়া আর পাওয়া আবার পাওয়া আর চাওয়া
এই উভমুখী বিক্রিয়ায়   sacrifices  হল বিলীন ।
একটা সন্ধ্যা, একটা সরু গলি, আধখাওয়া এক চাঁদ
আরেকটা কালো সন্ধ্যা, নির্জন এক রাস্তা, আলতো একটু ছোঁয়া
সময় গেল চলে অন্ধকার হাতড়াতে হাতড়াতে
পড়ে রইল মন আর বন্দক রইলম আমি ।
একটা ঘুম জড়ানো সকাল, চোখের পাতায় জ্বালা, কিছু শালিকের ঝগড়া
আরেকটা রাত জাগা সকাল, চোখ ভেজানো স্বপ্ন, ভোরের কিছু কু-য়াশা
তবু বাজেয়াপ্ত হল মন
সময় গেলনা পাওয়া ।

(8) ব্যাস্ত সম্পর্ক

সম্পর্কের  ভিতর  সম্পর্ক
আবার  তার  ও  ভিতর  সম্পর্ক,
চারিদিকে  ছড়িয়ে  ছিটিয়ে 
কতোই  না  সম্পর্ক ,
সম্পর্কের  চক্রব্যুহে  আমরা  ক্রমশই
অভ্যস্ত   হচ্ছি
করতে  ছিন্ন  সম্পর্ক ,
তবুও  তোর  আর  আমার ,
চির  পছন্দের  সম্পর্ক ,
আমাদের   সম্পর্ক  ,
ব্যাস্ত  -  সম্পর্ক  ।

(7) মাছির সাজে মন

মনটা  আমার  মাছি  সেজে
তোরই চারপাশে মরে ভনভনিয়ে,
ষড়যন্ত্রে  লিপ্ত  হয়ে
জ্বালিয়ে  মারে  সকাল  থেকে ,
চড়লে  রাগ  মাছির  পরে
বৃথা  ছোটো  তারে  মারিতে ,
তাহার  আবার  দুটি  ডানা
উড়ে  পালাতে  নেইতো  মানা ,
ভাবছো  তুমি  একলা  বসে
এবার  বোধহয়  গেলেই  বেঁচে ,
হাসছে  মাছি  আপন  মনে
মুখ  লুকিয়ে  ঘরের  কোনে ,
আসবে  ফিরে  সুযোগ  বুঝে
নতুন  করে  জ্বালাতে  তোরে ।

(6) অন্য প্রলাপ

অন্য কোনো দিন,
অন্য কোনো সময়,
অন্য কোনো গলিতে,
অন্য কোনো সাজে,
অন্য কোন পরিচয়ে,
একটু অন্য ভাবে
দেখতে চাই তোমায়,
অন্য কোনো বাহানায় ।

Sunday, 27 July 2014

(4) Dreams

from my early childhood
i've some dreams inside me,
but i was too small then to lead
my dreams in a proper way,
year goes , year comes
dreams are taken as dreams,
now i got some space to think
about my abandoned dreams,
it's time to look back to my
dreams,
they are still waving to me
what a pleasure to see them
twinkling like stars,
though i'm far away from them
distance of lightyear between
us,
i'm confused , should i go or
not ?
bt i don't know how to reach
them
and what's about my life ?
can't think any more ¡¡
now i dream to live in my
dreams.

(2) Such a versatile fellow

Ohh ! dear , u r such a
versatile fellow
everytime I see u , I notice
something new
everytime I talk to u , I hear
something different
everytime I want to learn frm
u , I got a lesson
Ohh ! dear , u r such a
versatile fellow
I wondered , how u can think of
that level ?
I wondered , how u can speak
like that ?
I wondered , how u maintains
that attitude ?
Ohh ! dear , u r such a
versatile fellow
I wan'na be just like u
I won'na snatch ur line of
thoughts
I won'na ran away with ur
attitude
Ohh ! dear , such a
versatile fellow ,  u r

Thursday, 24 July 2014

(3) হালকা হ্যালু

হোস্টেলে একটা রূমে আমরা তিনজন থাকতাম ৷ আমরা তিনটি সিঙ্গেল বেড একসাথে জোড়া লাগিয়ে , তিনটি বেড সমন্বিত একটি বৃহৎ বেড তৈরি করেছিলাম ৷ তো তার মাঝের অংশ ছিল আমার , আর আমার দুইপাশে দুই বন্ধুর বেড ৷ একদিন  ওরা কেউ ছিল না , আমি একাই রয়েছি রূমে ৷ অনেক বাওয়ালের পর রাত্রি প্রায় আড়াইটেনাগাদ শুতে গেলাম ৷ আলো নিভিয়ে নিজের বেডে শরীর এলিয়ে দিলাম ৷ জানালার ফাঁক দিয়ে জোৎস্নার আভা ঢুকছে ঘরের মধ্যে ৷ ঘরের মধ্যে এক অদ্ভুত হালকা অন্ধকার বিরাজ করছে ৷ শুয়ে থাকতে থাকতে বেশ কিছুক্ষণ পর আমার মনে প্রবল  এক ভীতির সঞ্চার হল ৷ সেই ভীতি আমার শিরা-উপশিরা গুলিতে রক্ত প্রবাহ বাড়িয়ে দিল ৷ শরীরের লোমগুলো খাড়া হয়ে উঠতে লাগলো ৷ হৃৎপিণ্ড-টাও প্রবল জোরে জোরে বুকের পঁজরে আঘাত করতে লাগল ৷ সেইসঙ্গে ভীতিটি ক্রমেই বৃহৎ থেকে বৃহত্তর আকার ধারণ করতে লাগল ৷ আরও শক্তিশালী হতে হতে উহা আমার মস্তিষ্কে দমাদম্ হাতুড়ির আঘাত করতে লাগল ৷ সময়ের সাথে সাথে হাতুড়ির আঘাত আরো বেশী শক্তিশালী ও তীব্র হয়ে উঠল ৷ ক্রমেই সেই ভীতি আমার মস্তিষ্ককে সম্পূর্ণ গ্রাস করে ফেলল ৷ অত: পর সেই ভীতির অঙ্গুলীহিলনে আমি দুবার দুপাশে ঘুরে, দুপাশের বেড দুটির দিকে ভীত সন্ত্রস্ত চোখে দেখে নিলাম ৷ তারপর আশ্বস্ত হয়ে আরো comfortably হাত -পা ছড়িয়ে নিশ্চিন্ত মনে চোখের পাতা এক করলাম ৷

     তাহলে , উপরোক্ত ভীতিটি কি ???
    => বেড অর্থাৎ বিছানা থেকে পড়ে যাবার ভীতি :-P

Wednesday, 23 July 2014

(5) after 3 shots O' bong

aaj tumi darun seje6o,
tomai lag6e darun
chokhe kajol aar khude tip e,
lag6o khub nikhut
dekhate chai6o tumi,
tomar roop er dali
amr mone sudhu,
jege uth6e songsoy
parbo ki chinte tomai.....
after 3 shots O' bong....----

Tuesday, 22 July 2014

(1) Lucifer , the fallen angel

Ooh ! Lucifer , u r fallen
u r fallen form ur deservedness
u had the quality
u knew well what u deserve
may be , u said in ur heart , "I'll be like the Most High "
u want the worship
still , Lucifer , u r a fallen angel
god is jealous of u
may be frightened
he don't want any competitor
is it the reason ....Lucifer, son
of the morning ?
and u r caged
and the 66 seals
bt at last . . . . .
. . . thanks to Lilith