Thursday, 11 December 2014

(19) Under Construction

বিষাক্ত ধোঁয়া, ফুসফুসে নিক্ষিপ্ত
চোখের মনিতে প্রতিক্রিয়ার রক্ত ।
টেবিল-ল্যাম্পের,  মায়াবী অালোতে
হিজিবিজি কাটা ডাইরির পাতাতে ।

সারা ঘর জুড়ে,
ছাই - পাঁশ পড়ে,
যেন করি বাস,
আস্ত অ্যাশট্রে -তে ।

কালো রাত মেখে,
অল্প অাছি বেঁচে,
কন্ঠ রোধ করে,
কলম দিয়ে বলে ।

চার'শো কেমিক্যাল,  করে অামায় নিয়ে দ্বন্দ্ব
অনাবিষ্কৃত হাজার খানেক,  বিজ্ঞান-ও অন্ধ ।
জীবন ছন্দে বাঁধা,  হৃৎপিণ্ড শাসিত
ভালোলাগা, ভালোবাসা সব মস্তিষ্ক প্রসূত ।

No comments:

Post a Comment