কেলাসিত ভালোলাগা, জমতে থাকে চামড়ার গভীরে,
শয়তানের চক্রান্তে অামি অাজ সম্পৃক্ত....।
তোমার রূপের ছটায় সূর্য্য ভুলেছি,
অার চোখের তারায় সমুদ্র,
চুলের ডোগায় হোঁচট্ খেয়ে সোজা...
.... সোজ্জা ঠোঁটে নিমজ্জিত।
প্রতিরাতে সর্বনেশে মারনখেলায় মেতেছি,
তুমি গ্রেফতার করতে পারনি অামায়...।
তোমার অস্বীকার থেকে শিক্ষা নিয়েছি,
তোমায় ভুলিয়ে রাখার মহামন্ত্র....।
অামার দেওয়াল ভরা তোমার কথা ,
অামি চুরি করিনি,
পান্ডুলিপি ডাস্টবিনে আশ্রিত....।
ছ'টা তারে, রাখছি বেঁধে,
তোমার অভিমান,
প্রতি রাতের ক্ষত ।
প্রেম চায়..... মন চায়....... হোক্
নিপাতনে - সন্ধি ,
ভালোবাসা হয় নাকি, হলে
ভালোলাগা সম্পৃক্ত ।
Thursday, 11 December 2014
(18) Saturated ভালোলাগা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment