Wednesday, 22 October 2014

(17) অাসবে তবু বাসবে না


তোমার পায়ের শব্দে ঘুম ভাঙবে আমার,
উঠে বসব..... চোখ কচলাতে কচলাতে
দেখবো..... জানালার বাইরে পড়ে এক নতুন দিন
আলতো করে ভেজানো থাকবে দরজা,
চারিদিক নিস্তব্ধ, শুধু কানে আসবে একটা টুপ্-টাপ্ আওয়াজ
বন্ধ শাওয়ার থেকে ফোঁটা ফোঁটা জল পড়ার শব্দ,
ঘরময় বিরাজ করবে ,
বহুপরিচিত নাম না জানা এক পারফিউমের মায়াবী মিষ্টতা,
চোখ বন্ধ করে এক দীর্ঘ শ্বাস নেবো আমি
ঘ্রাণশক্তি দিয়ে চিনে নিতে চাইব তোমায়
তারপর হঠাৎ -ই উন্মত্তের মতো,
তন্ন তন্ন করে গোটা ঘর খুঁজে বেড়াবো
শূন্য হাতে ক্লান্ত শেষে , বসে ভাববো কিছুক্ষণ
তারপর মনে মনে বলব
আমি জানি তুমি আসবে ,,
                       আসবে ,
                        তবু বাসবে না ।

No comments:

Post a Comment