তোমার পায়ের শব্দে ঘুম ভাঙবে আমার,
উঠে বসব..... চোখ কচলাতে কচলাতে
দেখবো..... জানালার বাইরে পড়ে এক নতুন দিন
আলতো করে ভেজানো থাকবে দরজা,
চারিদিক নিস্তব্ধ, শুধু কানে আসবে একটা টুপ্-টাপ্ আওয়াজ
বন্ধ শাওয়ার থেকে ফোঁটা ফোঁটা জল পড়ার শব্দ,
ঘরময় বিরাজ করবে ,
বহুপরিচিত নাম না জানা এক পারফিউমের মায়াবী মিষ্টতা,
চোখ বন্ধ করে এক দীর্ঘ শ্বাস নেবো আমি
ঘ্রাণশক্তি দিয়ে চিনে নিতে চাইব তোমায়
তারপর হঠাৎ -ই উন্মত্তের মতো,
তন্ন তন্ন করে গোটা ঘর খুঁজে বেড়াবো
শূন্য হাতে ক্লান্ত শেষে , বসে ভাববো কিছুক্ষণ
তারপর মনে মনে বলব
আমি জানি তুমি আসবে ,,
আসবে ,
তবু বাসবে না ।
No comments:
Post a Comment