ভাবুন.. . . . প্লিজ্ একটু ভাবুন.. . . .
কচি কথা কেন বুড়িয়ে গেলেই আগুন ?
জামার হাতায় আর কলারের ভাঁজে কেন ময়লারা করে অবরোধ ?
কথা দিয়ে মাথা দিয়েছি তবু কেন রাখতে পারিনি অনুরোধ ?
বাক্সবন্দী ফন্দি গুলো কেন মাথা চাড়া দিয়ে ওঠে রোজ ?
দিনের আলোতে হারিয়েছে যা, কেন মেলেনি তার কোন খোঁজ ?
প্লিজ্ দেখুন.. . . . চোখ মেলে চেয়ে দেখুন.. . . .
অন্ধকারের বন্ধ গলিতে একটু উঁকি মেরে দেখুন।
পথচলতি মানুষের ভিঁড়ে দুচোখ দিয়েছে ফাঁকি ,
কালো ক্যানভাসে রং তুলি দিয়ে খালি শুন্যতা আঁকি ।
রাস্তার কতো সস্তা হোটেলে আজ মানুষ হচ্ছে বিক্রি ,
পকেট ভরার লড়াইয়েতে তাই হচ্ছে জারি ডিক্রি ।
আর অবশেষে ,
মাখুন .. . . .
নিজেই নিজেকে লুকোতে রং মাখুন ।
Saturday, 2 August 2014
(16) প্রশ্নচিহ্ন , অন্যচিহ্ন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment