Saturday, 2 August 2014

(14) তৃষ্ণা

মাটির কলসি হাতড়ে দেখি একফোঁটাও জল নেই ,
বড্ড তেষ্টা পেয়েছে আমার.. .  .
টাইম কল্ টাও আবার বড্ড বেশি সময়সচেতন ।
আমি তোর মত ভাবতে পারিনি ,
তোর মত হতেও পারিনি ,
আমি 'তুই' নই বলে ,
তোর মত নই বলে  ।
তাতে কি.. .  .   .  ?
আমি তো তাল গাছেও চড়তে পারিনা ,
ডালপালা নেই বলে ।
বাবুই এর তো আবার তালগাছ ই প্রিয় ,
কিন্তু আমি বাবুই হতে পারলাম কৈ ?
যাইহোক, এ সবই আমার আত্মপক্ষ সমর্থনের বৃথা চেষ্টা ,
আসল কথা হল ,
বড্ড তেষ্টা পেয়েছে আমার.. .  .
তিনশ মাইল পায়ে হেঁটে বাড়ি ফিরলাম আজ ,
কেউ ভাবতে পারেনি ফিরব বলে ,
একফোঁটাও জল রাখেনি কেউ আমার ঘরে ,
হাঁপিয়ে উঠেছি আমি, গলা শুকিয়ে গেছে অনেকক্ষণ,
         তৃষ্ণা.. .  .
                 শুধুই তৃষ্ণা.. .  .   .

No comments:

Post a Comment