কলমের কালি করে অক্ষরের রূপ দিয়েছি তোকে ,
লিখে ফেলেছি তোকে, বন্দী করেছি তোকে, ডাইরির পাতাতে ।
নিজের পছন্দের অক্ষরের সাথে জুটি বেঁধেছিস তুই ,
গড়ো তুলেছিস শব্দ, আর বাক্য
ঢেকে ফেলেছিস সাদা পাতা ।
কিছু মনে করিসনা তুই ,
হয়তো বা একটু বাঁকা-ট্যাঁরা বানিয়ে ফেলেছি তোকে ,
ক্ষমা করিস আমায় ,
তোর অপরূপ রূপ আমি ফুটিয়ে তুলতে পারিনি।
যথার্থই, আমি শিল্পী নই বটে
কাঁচা হাত, কাঁচা কাজ
তাও আবার কেঁপে উঠেছে সময়ে সময়ে ।
হয়তো এই রূপে তোকে কেউ চিনতে পারবে না,
হয়তো তুইও না ,
কিন্তু আমি ঠিক পারব -
কারণ আমিই যে রূপকার ।
Saturday, 2 August 2014
(13) অন্যরূপ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment