জানালার গরাদ ধরে দাঁড়িয়ে দুটি হাত ,
তবু চোখ চলে যায় সুদূর সীমা পার ,
খুঁজে ঘেঁটে দেখা অলিগলি, ঝোপঝাড়, পুকুরের পাড়
কোথাও কি লেগে তোমার গন্ধ আমার ত্রিসীমানা পার ?
অনেক খুঁজে, ক্লান্ত শেষে, প্রশ্ন জাগে মনে ,
পাল্টে নিয়েছো নাকি নিজের গন্ধটাকে ?
কোন বহুমূল্য সুগন্ধির দৌলতে এত স্পর্ধা তোমার ,
নিজেকে ভুলে রং মেখেছো, মুখ ঢেকেছো কার?
নখের কোনে ময়লা জমেছে, মনেও জমেছে অনেক
সম্পৃক্ত হতে অনেক দেরি, সময় রয়েছে ঢের ।
নষ্ট করেছো অনেক আলো, অাঁধার জলে নামি ,
সূর্য্যের কাছে ঝণ করেছি, উপহার দিতে দামি ।
অন্ধকারে বন্ধ ঘরে তোমায় নিয়ে খেলা ,
রইবে মনে চিরহরিৎ
যেন, অন্তরিত তামার তারে সঞ্চারিত তড়িৎ।
Saturday, 2 August 2014
(10) দুটি চোখ, গরাদের ওপাশে
Labels:
words on a st. line,
শব্দ কল্প গল্প
Location:
West Medinipur,
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment