মন শুধু মন
জানে যেই জন্ ,
শোন তোরা শোন
কান খুলে শোন ,
নীল শুধু নীল
আজ আকাশটা বড়ো নীল ,
নেই মেঘ নেই বৃষ্টি
তাই থমকে রয়েছে সৃষ্টি ,
জানি আমি জানি
তোমার সব ইশারার মানে আমি জানি ,
তবু, জেনে বা না জেনে
ভুল করেছি অজ্ঞানে ,
সময় আর অসময়
গুলিয়ে গেছে অনেক সময় ,
রাত পেরিয়ে অন্য রাত
পড়ছে মনে তোমার হাত ,
নেই কোনো কারণ
তবু বাঁধ মানেনা বারণ ,
প্রতিনিয়তই হারছি নিজে
আর হারাচ্ছিও নিজেকেই ,
বিষ্ ভরা নিশ্বাস
চূর্ণ হচ্ছে বিশ্বাস ,
তবু প্রতি রাতে
অতি সর্ন্তপণে
তোমার মন উঁুকি দেয়
আমার অন্তর ধামে ,
ভাবি মনে আজি
হৃদয় রেখেছি বাজি ,
যদি হয় জিত্ আমার
এ হৃদয় হবে তোমার ,
আর যদি হয় হার
তবুও এ হৃদয় থাকবে তোমার ।
Saturday, 2 August 2014
(12) প্রলাপ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment