চামড়ার গভীর ক্ষতের মধ্যে লুকিয়ে রেখেছি তোকে
অনেক বছর কেটে গিয়েছ, তবু কেটে যাওয়ার চিহ্ন গিয়েছ রয়ে
আমি মুছে যেতে দিইনি তাকে, তোকে, তোর স্পর্শ আর ভালোবাসাকে ।
আজও চোখ বন্ধ করে কান পাতলেই শুনতে পাই, শ্রাবণের সেই অদ্ভুত মায়াবী সুর, শব্দগুলো গিয়েছে হারিয়ে ।
সাথে সাথেই চোখের সামনে ভেসে ওঠে একটা দৃশ্য, একগুচ্ছ ছবি, কিছু মুখ ।
বছরের পর বছর, তারও পরে আরও একটা বছর কেটে গিয়েছ ,
তোর জন্য লাগানো স্পেশাল রিং-টোন্ টা একবারের জন্যও বেজে ওঠেনি ,
তবু আজও কালক্রমে ফোন্ টা যদি এক ঘন্টা সুইচড্ অফ্ থাকে ,
তাহলে মনে হয় ,
যেন, এই বুঝি তোর কল্ টা মিস্ করে ফেললাম।
আজকাল আর বড় চুল রাখিনা ,
মদ্ খেতেও ভালো লাগেনা আর ,
কেউ বারণ করেনা বলে ।
Saturday, 2 August 2014
(15) কেউ বারণ করে না বলে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment