Monday, 28 July 2014

(7) মাছির সাজে মন

মনটা  আমার  মাছি  সেজে
তোরই চারপাশে মরে ভনভনিয়ে,
ষড়যন্ত্রে  লিপ্ত  হয়ে
জ্বালিয়ে  মারে  সকাল  থেকে ,
চড়লে  রাগ  মাছির  পরে
বৃথা  ছোটো  তারে  মারিতে ,
তাহার  আবার  দুটি  ডানা
উড়ে  পালাতে  নেইতো  মানা ,
ভাবছো  তুমি  একলা  বসে
এবার  বোধহয়  গেলেই  বেঁচে ,
হাসছে  মাছি  আপন  মনে
মুখ  লুকিয়ে  ঘরের  কোনে ,
আসবে  ফিরে  সুযোগ  বুঝে
নতুন  করে  জ্বালাতে  তোরে ।

No comments:

Post a Comment