হোস্টেলে একটা রূমে আমরা তিনজন থাকতাম ৷ আমরা তিনটি সিঙ্গেল বেড একসাথে জোড়া লাগিয়ে , তিনটি বেড সমন্বিত একটি বৃহৎ বেড তৈরি করেছিলাম ৷ তো তার মাঝের অংশ ছিল আমার , আর আমার দুইপাশে দুই বন্ধুর বেড ৷ একদিন ওরা কেউ ছিল না , আমি একাই রয়েছি রূমে ৷ অনেক বাওয়ালের পর রাত্রি প্রায় আড়াইটেনাগাদ শুতে গেলাম ৷ আলো নিভিয়ে নিজের বেডে শরীর এলিয়ে দিলাম ৷ জানালার ফাঁক দিয়ে জোৎস্নার আভা ঢুকছে ঘরের মধ্যে ৷ ঘরের মধ্যে এক অদ্ভুত হালকা অন্ধকার বিরাজ করছে ৷ শুয়ে থাকতে থাকতে বেশ কিছুক্ষণ পর আমার মনে প্রবল এক ভীতির সঞ্চার হল ৷ সেই ভীতি আমার শিরা-উপশিরা গুলিতে রক্ত প্রবাহ বাড়িয়ে দিল ৷ শরীরের লোমগুলো খাড়া হয়ে উঠতে লাগলো ৷ হৃৎপিণ্ড-টাও প্রবল জোরে জোরে বুকের পঁজরে আঘাত করতে লাগল ৷ সেইসঙ্গে ভীতিটি ক্রমেই বৃহৎ থেকে বৃহত্তর আকার ধারণ করতে লাগল ৷ আরও শক্তিশালী হতে হতে উহা আমার মস্তিষ্কে দমাদম্ হাতুড়ির আঘাত করতে লাগল ৷ সময়ের সাথে সাথে হাতুড়ির আঘাত আরো বেশী শক্তিশালী ও তীব্র হয়ে উঠল ৷ ক্রমেই সেই ভীতি আমার মস্তিষ্ককে সম্পূর্ণ গ্রাস করে ফেলল ৷ অত: পর সেই ভীতির অঙ্গুলীহিলনে আমি দুবার দুপাশে ঘুরে, দুপাশের বেড দুটির দিকে ভীত সন্ত্রস্ত চোখে দেখে নিলাম ৷ তারপর আশ্বস্ত হয়ে আরো comfortably হাত -পা ছড়িয়ে নিশ্চিন্ত মনে চোখের পাতা এক করলাম ৷
তাহলে , উপরোক্ত ভীতিটি কি ???
=> বেড অর্থাৎ বিছানা থেকে পড়ে যাবার ভীতি :-P
No comments:
Post a Comment