একটা দিন, একটা মেঘ, একটা ঝড়ো হাওয়া
আরেকটা বিষাদ দিন, বিবর্ণ এক বিকেল, আরও কিছু চাওয়া
চাওয়া আর পাওয়া আবার পাওয়া আর চাওয়া
এই উভমুখী বিক্রিয়ায় sacrifices হল বিলীন ।
একটা সন্ধ্যা, একটা সরু গলি, আধখাওয়া এক চাঁদ
আরেকটা কালো সন্ধ্যা, নির্জন এক রাস্তা, আলতো একটু ছোঁয়া
সময় গেল চলে অন্ধকার হাতড়াতে হাতড়াতে
পড়ে রইল মন আর বন্দক রইলম আমি ।
একটা ঘুম জড়ানো সকাল, চোখের পাতায় জ্বালা, কিছু শালিকের ঝগড়া
আরেকটা রাত জাগা সকাল, চোখ ভেজানো স্বপ্ন, ভোরের কিছু কু-য়াশা
তবু বাজেয়াপ্ত হল মন
সময় গেলনা পাওয়া ।
Monday, 28 July 2014
(9) কিছু স্মৃতি, কিছু কথা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment