Monday, 28 July 2014

(9) কিছু স্মৃতি, কিছু কথা

একটা দিন, একটা মেঘ, একটা ঝড়ো হাওয়া
আরেকটা বিষাদ দিন, বিবর্ণ এক বিকেল, আরও কিছু চাওয়া
চাওয়া আর পাওয়া আবার পাওয়া আর চাওয়া
এই উভমুখী বিক্রিয়ায়   sacrifices  হল বিলীন ।
একটা সন্ধ্যা, একটা সরু গলি, আধখাওয়া এক চাঁদ
আরেকটা কালো সন্ধ্যা, নির্জন এক রাস্তা, আলতো একটু ছোঁয়া
সময় গেল চলে অন্ধকার হাতড়াতে হাতড়াতে
পড়ে রইল মন আর বন্দক রইলম আমি ।
একটা ঘুম জড়ানো সকাল, চোখের পাতায় জ্বালা, কিছু শালিকের ঝগড়া
আরেকটা রাত জাগা সকাল, চোখ ভেজানো স্বপ্ন, ভোরের কিছু কু-য়াশা
তবু বাজেয়াপ্ত হল মন
সময় গেলনা পাওয়া ।

No comments:

Post a Comment