হাতে গোনা দিনে, নেই আমি
দিয়ে ফেলি ডুব
হাঁটুজলে
তোমার অস্ত্রসস্ত্র দেখে,ভীষণ ভয়ে
মারি এক ছুট
রণক্ষেত্র ছেড়ে
সারা রাত জেগে
চোখ ঘষে ঘষে
ডুবে যেতে যেতে
হঠাৎ উঠি ভেসে
তোমার দিকে চেয়ে
কপালে চোখ তুলে
অবাক হতে হতে
যুদ্ধ যাই হেরে
আমার ছিঁচকে চুরি লুকোতে, অল্প মিথ্যে বলে
ফেঁসে যায় আমি
আস্ত বোম-কেসে
তোমার হরিণ চোখের কোনে, আমার গোপন ডেরা বলে
তোমার চোখে জল এলে
আমি ভাসি বানে
একশো বার ধরে
হিসেব কষে কষে
কথা বলতে গিয়ে
জড়িয়ে যায় প্যাঁচে
আধ খোলা চোখে
তুমি দেখলে আমার দিকে
বুক যায় কেঁপে
অদম্য উৎসাহে
ঁ